Bangladesh Railway Fans Foram
We Are Bangladeshi Railway Fans. Here you Get Latest Update of All Train Scheduled. Our Upcoming Feature is Railway Told Ticket Sell, Live Track Train, Off Day Train Update, Special Day Train Names, Upcoming New Train Names & Roads, Railway News Etc
Do you like this group? login or click @dailychannelsbot to rate this group via Telegram
Bangladesh Railway Fans' Forum (BRFF) গ্রুপটি বাংলাদেশ রেলওয়ের একটি তথ্য ও অনুসন্ধান মুলক গ্রুপ। যেখানে বাংলাদেশ রেলওয়ের সামগ্রিক খবরাখবর, সুবিধা-অসুবিধা এইসব তুলে ধরার প্রচেষ্টা করাই আমাদের মূল উদ্দেশ্য।
Rules (নিয়ম/কানুন):
**এটি একটি আন অফিসিয়াল গ্রুপ। কোন ভাবেই “বাংলাদেশ রেলওয়ে” এর সাথে জড়িত নয়।
**যদি আপনি গ্রুপের নিয়ম-কানুন মেনে চলতে পারেন বা নিয়ম-কানুনের সাথে একমত হন_তাহলে আপনি গ্রুপে যোগ দিতে পারেন।
**বাংলাদেশ রেলওয়ে’র প্রতি ভালোবাসা আছে_বাংলাদেশ রেলওয়ে’র রোলিং স্টক (কোচ, লোকোমোটিভ ইত্যাদি), অবকাঠামো অথবা রেলওয়ে সম্পর্কিত যাবতীয় কিছুর প্রতি ভালো লাগা আছে_এমন যে কেউ এই গ্রুপের সদস্য হতে পারেন।
*** গ্রুপে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল সমানভাবে প্রাধান্য পাবে। অঞ্চলভিত্তিক বৈষম্য এই গ্রুপে কঠিন ভাবে পরিত্যাজ্য
নিয়মসমুহ নিম্নে উল্লেখ করা হলোঃ
১. বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ এই গ্রুপের সদস্য হতে পারেন_কিন্তু বিষয়বস্তু অবশ্যই রেলওয়ে সম্পর্কিত হতে হবে।
২.বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত সকল ছবি এই গ্রুপে অনুমোদিত তবে,বহিঃদেশের রেল সম্পর্কিত ছবি পোষ্ট করা যাবে।
৩.পোস্টকৃত ছবির গুণমান থাকতে হবে_গুণমান বলতে, আপনার চোখে আপনার ছবিটি কেমন, স্বচ্ছতাও এখানে মূলবিষয়।
৪.পোস্টকৃত ছবি যেন কারও ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন না করে, এমনকি রাজনৈতিক প্রচারও না করে। এই নিয়ম ভঙ্গকারী সদস্য বিনা নোটিশে গ্রুপ থেকে ব্যান হবে।
৫.শেয়ারকৃত ছবি যেন কোন বর্ণবাদ, চারিত্রিক ইস্যু বহন না করে।
৬.যে কোন প্রকার অশ্লীলতা/নোংরামি এই গ্রুপে কঠোরভাবে নিষিদ্ধ, যদি কেউ এই ধরনের পোস্ট করার চেষ্টা করে_তাকে বিনা বিজ্ঞপ্তি তে গ্রুপ থেকে ব্যান করা হবে।
৭.কোন ব্যক্তিকে অথবা ট্রেনের নাম হেয় করে পোষ্ট অথবা কমেন্ট দেয়া এই গ্রুপে কোন ভাবেই অনুমোদিত না।
৮.কোন প্রকার ব্যক্তিগত ক্ষোভ, সংঘর্ষের বহিঃপ্রকাশ গ্রুপে অনুমোদিত নয়_লঙ্ঘনকারী কে এডমিনগণ বিনা নোটিশে ব্যান করতে পারেন।
৯.বাংলাদেশ রেলওয়ে’র প্রতি ঘৃণা/অপছন্দ আছে এবং প্রকাশ করে_এমন কোন ব্যক্তি এই গ্রুপে অনুমোদিত নয়।
১০.কমেন্ট, বিবৃতি প্রভৃতি বিআর(বাংলাদেশ রেলওয়ে)এ সীমাবদ্ধ থাকবে_অর্থাৎ, সবকিছুর ঊর্ধ্বে থাকবে বাংলাদেশ রেলওয়ে।
১১.রেলওয়ে সম্পর্কিত দুর্নীতি,বৈষম্য,অবজ্ঞা/অবহেলা সহ নেতিবাচক সবকিছু নিয়ে আলোচনাসহ কোনটি ভুল,কোনটি সঠিক_এসব কিছু গ্রুপে অনুমোদিত। গঠনমূলক সমালোচনা গ্রুপে সমাদৃত। তবে, রেলওয়ে’র কোন কর্মকর্তা/কর্মচারী যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়_এ ব্যাপারে সদস্যবৃন্দ কে সতর্ক থাকতে হবে।
১২.কপিরাইট আইন লঙ্ঘন করে এমন কোন ছবি, বিবৃতি, প্রবন্ধ/অনুচ্ছেদ গ্রুপে অনুমোদিত না। অনুমতি ব্যাতিরেকে অন্য জনের ছবি গ্রুপে পোষ্ট করা যাবে না।।
১৩.জাতীয় নিরাপত্তা লঙ্ঘন অথবা তার তুল্য কোন কিছুর পোস্ট গ্রুপে অনুমোদিত নয়।
১৪.অপ্রাসঙ্গিক পোষ্ট গ্রুপে অনুমোদিত নয়।
১৫.গ্রুপে যদি কোন কারনে সমস্যা দেখা দেয়, সমস্যা মোকাবিলায় এডমিনগণ বন্ধুত্বপূর্ণ ভাবে গ্রুপের অন্যান্য সদস্যদের সাহায্য নিবেন। তবে, এডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৬.কোন সদস্যকর্তৃক উপরিউল্লেখিত যেকোন নিয়মের পরিপন্থি কোন কর্ম সাধন হলে,সদস্যকে সতর্ক করা হবে এবং পরবর্তীতে একই কর্ম সম্পাদনে বিনা নোটিশে গ্রুপ থেকে ব্যান করা হবে।
১৭.অন্য রেলফ্যান গ্রুপ কে হেয় করে কোন পোস্ট/কমেন্ট দেয়া যাবেনা।
পরিশেষে গ্রুপের পরিবেশ রক্ষার্থে সকলে মিলিতভাবে কাজ করে যাবেন।
ধন্যবাদ